'লাল বৃত্ত' -এর ব্লগ
মোবাইল ভাইব্রেশন করতে করতে গড়িয়ে পড়ে যাচ্ছে তার পরও কম্পিউটার
|
|||
অনেক ভাবনা করে দেখলাম ভেবে কোনো লাভ নাই। তাই ভাবনা ছাড়াই যা মাথায় আসে তা লিখতে বসে গেলাম। কথা হচ্ছিলো মানব সভ্যতার অবনতির বিষয়ে। যুগে যুগে বহু মানুষ এই পতন ঠেকাতে চেষ্টা করেছে। কিন্তু বিষয়গুলো এমন ভাবে পরিবর্তনশীল যে গুটিকতক মানুষ ছাড়া বাকি সবাই ই পরিবর্তিত হয়ে যাচ্ছে। আর সঠিক ভাবে সংজ্ঞায়িত হচ্ছেনা আমাদের চিরন্তন নৈতিক বিষয়গুলো। বদলে যাচ্ছে সময়ের ধারাবাহিকতায় সকল কর্মকান্ডের পূর্ব সংজ্ঞা। তাহলে স্রোতের বিপরীতে হেঁটে কি লাভ? কই? কেউ কি পেরেছে পতন রোধ করতে? হয়তো নির্ধারিত কিছু মানুষ সেই সব রিফর্মারদের অনুসরন করেছে। কিন্তু একসময় তারাও পরিবর্তিত হয়ে গেছে।
|
|||
অনেক বক বক হয়েছে এই নিয়ে। ব্লগিয় এই সব প্যাচালে আরো কিছুটা অতিরিক্ত ১।
|
|||
রক্ত মাখা বিরক্ত গুলো একাই ধিরে বহুদূর ফিরে অন্ধকার গভীর থেকে গভীরতায় পৌছুতে চায় লুকানো বিপন্ন মানবতার খোঁজে এক পাল নেকড়ে আগ্নেয় লাভায় বসবাস... আলো নিতে চাও?
|
|||
অনেক পেছনে তাকালে দেখি ছায়া... মাঠ, কোলাহল। সময় অনেক দ্রুত পালায় আমায় পেছনে রেখে— ঘাস পোকারা হাঁফ ছেড়ে বাঁচতো মৃত্যুর ভয় থেকে,
|
|||
