খোঁজটা পেয়ে আর দেরী করিনি। দিলাম দৌড়। ঠিক যেন এমেরিকা থেকে এক লাফে বাংলাদেশ। এসে দেখি আমার আগেও হাজীর। বেল কুমার ব্যঙ কুমারদের এখনো দেখা মেলেনি এটাই যেন স্বস্তি। ব্লগের অবস্থা খুব সিম্পল। অবশ্য শুরুর দিকে এমন হওয়ারি কথা। সেটা বড় কথা না বড় কথা আমি ডালিম কুমার আমাকে লিখতে দিতে হবে আমার রূপকথা। মাঝ পথে কলম আটকে দিলে কিন্তু হবে না। বিসর্গের শুরুর দিকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আছি এবং থাকবো বিসর্গের সাথে যদি রাখেন। বিসর্গ পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি।
|
|||
প্রিয় ব্লগার, আজ হতে শুরু হতে যাচ্ছে বিসর্গের অগ্রযাত্রা। সৃজনে বিশ্বাসী; ভাঙ্গনে নয় -এ বিশ্বাসকে সামনে রেখে বিসর্গ সদা সত্য এবং সুন্দরকে সমুন্নত রাখতে সচেষ্ট থাকবে এবং আপনার নিকট থেকেও সেরূপ সহযোগিতা আশা করছে। পারস্পরিক সহনশীলতা, শ্রদ্ধাবোধ, বন্ধুত্ব, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে সুসম্পর্ক বজায় রেখে ব্লগিংয়ের জন্য বিশেষ অনুরোধ রাখছি।
|
|||
১। ২।
|
|||
