কোটা সংস্কার আন্দোলন দেশের মোট জনসংখ্যা =১৫,২৫,১৮১৫০ জন। ৯৭.৩৭% মানুষের জন্য কোটা ৪৪%! সর্বমোট ২.৬৩% মানুষের জন্য =৫৬% কোটা=১১৩৪টি বিসিএস ক্যাডার পদ বরাদ্দ। আর সাধারন ৯৭.৩৭% মানুষের জন্য ৪৪% কোটা= ৮৯০টি পদ বরাদ্দ। এর মানে আপনি যত মেধাবীই হোন না কেন, চাকরি পাবেন না। আপনার চেয়ে কম মেধাবী- তার জন্য কোটা খালি থাকার কারনে চাকরি পেয়ে যাবে অনায়েশেই। ২.৬৩% লোক ১১৩৪টি পদ পাবে বিনা কন্ট্যাস্টে। আর ৯৭.৩৭% লোক ৮৯০টি পদের জন্য লড়তে হবে।
|
|||
Rate This |
||
|
কোটাগুলো যখন পাস হয়, তখন আন্দোলন হওয়া উচিত ছিল।
আমরা মূলতঃ দেয়ালে পিঠ না ঠেকলে নড়াচড়া করতেও রাজি না।
আমার প্রিয় একটি ওয়েবসাইট: www.islam.net.bd