জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় এখনও রিভিউ’র অপেক্ষায় রয়েছে। শেষপর্যন্ত তার ফাঁসি হবে কি হবে না সেটা রিভিউ এর পরে আদালত নির্ধারণ করবেন। তবে তার আগেই কাদের মোল্লার ‘লাশ’ দাফন নিয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি ও ভারতপন্থী বুদ্ধিজীবী অধ্যাপক মুনতাসীর মামুন বেশ উদ্বিগ্ন। তিনি গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনের উপস্থিতিতে এক আলোচনা সভায় সরকারের কাছে দাবি করে বলেন, কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর তাঁর লাশ ‘আলাদা স্থানে’ কবরস্থ করতে হবে। মুনতাসীর মামুন আরও বলেছেন, এটা করা না হলে তাঁর কবরকে জামায়াতে ইসলামীর সমর্থকেরা মাজারে পরিণত করে তরুণদের বিভ্রান্ত করবে।সূত্র আমার দেশ
কত ভয় জামাতকে? জীবিত মানুষটাকে নিয়ে কত চিন্তা ভাবনা?