সাগর-রুনির খুনি এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের ওপর জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা।একটি অনুষ্ঠান মঞ্চে মাহফুজুর রহমান ওঠার সাথে সাথে দর্শকদের অনেকেই তাকে নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারী এবং সিলেটবিদ্বেষী বলে গালি দিতে থাকে।বিক্ষুব্ধ জনতা মাহফুজের গালে গালে জুতা মার তালে তালে সাগর-রুনির হত্যাকারী মাহফুজের ফাঁসি চাই মূর্খ মাহফুজ টাল মাহফুজ ফিরে যা বাংলাদেশে এসব স্লোগান দিয়ে পায়ের জুতা হাতে থাকা পানির বোতল নিয়ে মুহূর্তেই স্টেজে থাকা মাহফুজের দিকে তেড়ে আসেন।এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে দফায় দফায় জুতা পানির বোতল ও ইট-পাটকেল নিক্ষেপ করে।উপস্থিত বিক্ষুব্ধ জনতা ক্ষোভের সাথে বলেন গত কয়েক বছর যাবত ইয়ুথ ক্লাবের আড়ালে মেলার নামে মাহফুজের মতো খুনির সহায়তায় বাংলাদেশ থেকে ফ্রান্সে আদম পাচার করে লাখ লাখ ইউরো হাতিয়ে নিচ্ছে আদম দালালরা।