দেশবাসী যখন ঘূর্ণিঝড় 'মহাসেন' মোকাবেলায় ব্যস্ত, ঠিক সেই সময়ই সরকার বিরোধীদলের নেতাদের উপর মহানির্যাতন চালিয়ে যাচ্ছে।কাউকে জেলে পাঠাচ্ছে কাউকে রিমান্ডে নিচ্ছে।পৃথিবীর কোন দেশে বিরোধীদল দমনের এমন নজির আছে বলে জানা নেই।
ঘূর্ণিঝড়ের আগে গ্রেফতার করা হয় বরকত উল্লাহ বুলুকে,ঘূর্ণিঝড়ের দিন কারা গেটে আটক করা হয় সালাউদ্দীন আহমেদকে, একই সময়ে ২২দিনের রিমান্ডে নেয়া হয় আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ।বরিশালের ছাত্রদল নেত্রী নাসরিনকে গ্রেফতারের ৭দিন পর আদালতে হাজির করা হয়।দিন দিন সরকারের নির্যাতন চরম পর্যায়ে পৌঁছে গেছে।দেশে কোন উন্নয়ন কর্মকান্ড নেই,আছে বিরোধীদল-মত নির্মূলের সাঁড়াশি অভিযান।
বাংলাদেশের ইতিহাসে 'ব্যর্থ'বিরোধীদল এখন কি করবে?
ভালো বলেছেন। বাংলাদেশের মানুষ মার খেতে খেতে এখন যেন কোন চমৎকারের অপেক্ষা করছে। আল্লাহই ভালো জানেন এদেশের ভবিষ্যৎ কি?
"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com
সহমত প্রকাশ করছি।
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬