মানুষ যে ধরনের পাপ করে, সে ধরনের শাস্তিই ভোগ করে। অন্যায়ভাবে অন্যের যে ধরনের ক্ষতি করে, নিজেও এক পর্যায়ে ঠিক সে ধরনের ক্ষতিরই সম্মুখীন হয়। মানুষ যে অঙ্গ দিয়ে কোন অন্যায় করে, তা সে অন্যের উপর জুলুম হোক বা নিজের উপর জুলুম হোক, ঠিক সেই অঙ্গেই ক্ষতির শিকার হয়।
মুখ দিয়ে অন্যায়ভাবে সত্য-মিথ্যা গীবত করেছে, মানুষের বিপদ ঘটিয়েছে, কিন্তু নিজের চোয়ালে ব্যথা হয়নি, রুট ক্যানেল করা লাগেনি— এমন কাউকে দেখেছেন কি? মানুষকে লাথি মেরেছে, অথচ নিজের পায়ে একবারও ব্যান্ডেজ করা লাগেনি— এমন কোন নজির দেখেছেন কি? কেউ যৌন অপরাধ করেছে, অথচ যৌনাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়নি বা যৌনরোগে আক্রান্ত হয়নি (অর্থাৎ, এইডস, গনোরিয়া বা ধ্বজঙ্গ হয়নি)— এরকম কারো হয়েছে কি?