দেশের আরো ১৭টি জেলা সদরে
আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের নিজস্ব অর্থায়নে চলতি বছর কাজ শুরু হয়ে
২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে এই অফিসগুলো নির্মাণের লক্ষ্য রয়েছে। জেলা সদরগুলো হলো—
লক্ষ্মীপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, জামাল-পুর, নেত্রকোনা, মাদারীপুর, শরীয়ত-পুর, রাজবাড়ী,
চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সুনামগঞ্জ, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, ভোলা এবং
বরগুনা জেলা সদর।প্রতিবছর বহু সংখ্যক লোক শিক্ষা, চিকিৎসা, পর্যটনসহ কর্মসংস্থানের
উদ্দেশ্যে বিদেশ গমন করছেন। এ সংখ্যা দিন দিন বাড়ছেই। ফলে ঢাকায় প্রধান কার্যালয়ে চাপ
কমাতে ঢাকায় তিনটি, চট্টগ্রামে দুটিসহ দেশের বিভিন্ন স্থানে সর্বমোট ৬৭টি পাসপোর্ট
অফিস ভবন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে প্রথম পর্যায়ে চারটি, দ্বিতীয়
পর্যায়ে ১১টি এবং তৃতীয় পর্যায়ে ১২টি পাসপোর্ট অফিসের নির্মাণ কাজ শেষ হয়েছে। সাতটির
নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া অবশিষ্ট ৩৩টির মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ১৭টি স্থানে
নির্মাণের লক্ষ্যে গতকাল প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে।সম্পূর্ণভাবে
পাসপোর্ট অফিসগুলো চালু হয়ে গেলে একদিকে যেমন জনগণের
ভোগান্তি কমবে তেমনি জনসেবার দার আরও উন্মুক্ত হবে।