আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা নদীবেষ্টিত দক্ষিণাঞ্চলের লাখো মানুষের
প্রতিবছর একমাত্র ভরসাই থাকত নৌরুটের লঞ্চের ওপর।
অতীতে
খানাখন্দের কারণে সড়ক পথে মানুষের চাপ কমাতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকেই
নৌপথের ওপর গুরুত্ব দেয়া হতো বেশি। ফলে লঞ্চযাত্রীদের
থাকতে হতো দালালদের কাছে জিম্মি। যাত্রীদের অগ্রিম
টিকেট দালালদের হাত ঘুরে চলে যেত কালোবাজারে।
তখন
একটি টিকেট যেন ঘরমুখী মানুষের কাছে সোনার হরিণ হয়ে যেত।
পুরনো
দিনের সকল ব্যর্থতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান সরকারের নিরলস প্রচেষ্ঠায় গোটা
দেশের ন্যায় বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলবাসীর ভাগ্যের পরিবর্তন হতে শুরু করেছে।
একে
একে নৌরুটে যোগ হয় সরকারী এবং বেসরকারী কোম্পানির বিলাসবহুল জাহাজ ও লঞ্চ।
ফলে
এখন আর ঈদে ঘরে ফেরা দক্ষিণাঞ্চলের যাত্রীদের কেবল লঞ্চের ওপর ভরসা করে থাকতে হচ্ছে
না। ঈদ-উল-ফিতর উপলক্ষে
অন্যান্য বছরের তুলনায় এবার নাড়ির টানে বাড়ি ফেরা দক্ষিণাঞ্চলের লাখো যাত্রীর সুবিধার্থে
সবচেয়ে বেশি লঞ্চ ও জাহাজ যুক্ত হচ্ছে। নৌরুট, আকাশ
এবং সড়ক পথ সচল থাকায় এবারই কেবল কোন প্রকার ঝক্কিঝামেলা ছাড়াই নিরাপদ ও আরামদায়ক অবস্থায়
ঈদে নাড়ির টানে শেকড়ের কাছে আসা দক্ষিণের লাখো যাত্রী যাতায়াত করতে যাচ্ছেন।
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:"Times New Roman";
mso-bidi-theme-font:minor-bidi;}