জঙ্গীর কোন
দল নেই,
ধর্ম নেই। এরা ইসলামের শত্রু, উন্নয়নের শত্রু।
সরকার
দেশের অগ্রযাত্রাকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। গোটা বিশ্বে বাংলাদেশের উন্নয়ন
রোল মডেলে পরিণত হয়েছে। এ অবস্থায় কোন অপশক্তির কাছে মাথানত করা যাবে না। স্বাধীনতার
পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে ওই সকল অপশক্তিকে প্রতিরোধ করে দেশকে সামনের দিকে
এগিয়ে নিতে সকল শ্রেণী-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন। বাংলাদেশের
অর্থনীতি বিদেশ নির্ভর। রেমিটেন্স ও রফতানির
মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের দেশের অর্থনীতিকে টেনে উপরে তুলছে।
আবার
বিদেশী বিনিয়োগও দেশের অর্থনীতিকে গতিশীল রাখছে, সৃষ্টি করছে কর্মসংস্থান।
তাই
কোনভাবে বিদেশীদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে ভীতি তৈরি করতে পারলে বাংলাদেশকে পঙ্গু
করা যাবে। আর সেই উদ্দেশ্য থেকেই সাম্প্রতিক হামলাগুলো চালিয়ে
বেছে বেছে বিদেশীদের হত্যা করা হয়েছে। সরকারের উন্নয়নে
শক্তিধর রাষ্ট্রগুলোই যখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক প্রসারিত করছে, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহী হয়ে উঠছে আর এগুলোকে ঠেকাতে ঈর্ষান্বিত হয়ে সরকারকে
বেকায়দায়-চাপে ফেলার উদ্দেশ্যেই এ হামলা চালাচ্ছে একটি বিশেষ
চক্র।
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:"Times New Roman";
mso-bidi-theme-font:minor-bidi;}