বিসর্গ [বিশোর্গো] বি ১ বর্ণবিশেষ। ২ ত্যাগ; বিসর্জন। ৩ সৃষ্টি; জন্ম; উৎপত্তি; উদ্ভব
শরতের ফুল রফিকুল ইসলাম জসিম . শরতের ফুল আমাকে যখন তুমি দিলো সেই স্মৃতির দুইটি চোখের ভেসে। শরতে আসলে মনে পড়ে তোমার সব কথা তুমি শরতে সকালে বলেছিলো- আমাকে সারাজীবন তোমার পাশে রাখবে, শরত এলে তোমাকে আজ মনে জাগে। . শরতের ফুল আমাকে তুমি দিয়েছিলো যখন আজ তুমি সেই ফুলের গন্ধ কেড়ে নিলো। দিন গেলো মাস গেলো বছর চলে পার হলো সেই স্মৃতি তোমার মনে এখন কেন থাকে না। শরতে শিশির সকালে তোমার মুখের চেহারা আমার মনের দুই চোখের তারায় থাকি। .
|
|||
Rate This |
||
|