শীত প্রায় শেষ, সামনেই বসন্তের আগমন, ভোরের শীতল বাতাস কনকনে শিহরণ জাগিয়ে দিনের শুরু..... একটি গাড়ি ছুটে চলছে উঁচু নিচু পথ ধরে, আমরা ক’জন চলছি মেঘালয় প্রান্তরের উদ্দেশ্যে। দু'পাশে বিস্তীর্ণ মাঠ, চারণ ভূমিতে চরে বেড়াচ্ছে গরু ও মহিষের পাল, যতদূর চোখ যায় বিস্তীর্ণ মাঠ পেরিয়ে মেঘালয়ের উঁচু পাহাড় দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে, সত্যিই মনোরণ দৃশ্য। বসন্তের বাতাস উষ্ণ ছোঁয়া বয়ে যাচ্ছে হৃদয় স্পন্দনে, সত্যি ভালো লাগছে। গাড়ীতে হাসি, ঠাট্টা ইত্যাদিতে বয়ে চলছে সময়। নতুন পথ চারিদিকের মনোরম দৃশ্য দেখে সবাই মুগ্ধ। দিগন্তে যত দূর চোখ যায় ততই বিস্মিত হচ্ছি, কখনো বিশাল মাঠ পেরিয়ে গ্রামের গাছপালার সাথে মিশে গেলে আকাশের নীল সীমারেখা, দু'পাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম গন্তব্যে........... যুগ যুগান্তরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মেঘালয়ের উপত্যকা, কত কাল পেরিয়ে গেছে কে জানে! প্রবাহমান সময়ের পথ ধরে আজ এই বর্তমান সময়ের দাঁড়িয়ে আছে মাথা উচু করে। মেঘালয় প্রান্তর সত্যিই মনোরম, কাছ থেকে পাহাড় দেখা, সৌন্দয্য উপভোগ করা সত্যিই আনন্দের ব্যাপার। অজানা দেশের অতিথি মেঘেরা ঘিরে রেখেছে পাহাড়ের চারপাশ, যেন নতুন বার্তা নিয়ে এসেছে, কোনটি আবার নতুন গন্তবের উদ্দেশ্যে উড়ে যাচ্ছে দূর অজানায়। ঘন সবুজের সমারোহ মন কেড়ে নিয়েছে নিজের অজান্তে। আর উপত্যকার চারপাশে ছোট বড় পাথরের সমারোহ, কেউ কেউ ছবি তোলায় ব্যস্ত, আরোও কত কি, বয়ে চলছে সময়, দুপুর গড়িয়ে বিকেল, দিনভর চারদিক ঘুরে ফিরে কাটিয়েছি। পাহাড়ের পাদদেশে আছে কমলা বাগান, বাগান ঘুরে দেখলাম, চমৎকার! এই প্রথম কমলা বাগানে এলাম, পাশেই ভারতের বড়পুঞ্জি বাজার, দিন শেষে বিকেলের ঘন্টা বেজে গেল, ক্লান্তি এসে ধরা দিল দেহে এবার ফেরার পালা। কত গল্প শুনেছি মেঘালয় নিয়ে আজ তা দেখা হলো। মেঘালয়ের উপত্যকা যেন হাতছানি দিয়ে ডেকে বলছে বন্ধু আবার এসো.....................
|
|||
Rate This |
||
|
১৩.)
আর এই যে বহু রং বেরংয়ের জিনিস তিনি তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করে
রেখেছেন এগুলোর মধ্যেও অবশ্যি নিদর্শন রয়েছে তাদের জন্য যারা শিক্ষাগ্রহণ
করে।
সূরা নাহল
আয়াত ১৩ঃ
আর
হে নবী
(সাঃ),
যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ
করেছে,
আপনি তাদেরকে এমন
বেহেশতের সুসংবাদ দিন,
যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে।
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
http://www.youthmention.WordPress.com
http://www.islamicbookhouse.WordPress.com
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
http://www.youthmention.WordPress.com
http://www.islamicbookhouse.WordPress.com
سيروا في الارض
ভ্রমন কর পৃথিবী
সুফি