বিসর্গের আড্ডাগুলো তেমন জমছে না। তবু দিলাম আড্ডা পোষ্ট। কিছুদিন আগে বেশ রৈ রৈ উঠেছিল যে, "সাইবার যুদ্ধু" "সাইবার যুদ্ধ"! কিন্তু হঠাৎ করে দেখি সব ঠান্ডা। গোপনে গোপনে কি ডান্ডা মারা হয়েছিল নাকি? অথবা চলছে তোড়জোড়?
যাই হোক, যাই ঘটুক, হ্যাকিং ব্যাপারটা নিয়ে আমার অনেক কৌতুহল। কিভাবে করে? কেনই বা করে? এসব প্রশ্ন অনেকদিনের জমা। কিন্তু ব্যাপারটা এখন যুদ্ধের পর্যায়ে পৌঁছে যাওয়ায় নড়েচড়ে বসতে হচ্ছে। আজকের এ আড্ডা পোষ্টে জানতে চাই-
? সাইবার যুদ্ধের অস্ত্র কি শুধু হ্যাকিং?
? হ্যাকিং কিভাবে করে?
? হ্যাকিং করার কি কি কারণ থাকে সাধারণত?
? হ্যাকিংয়ের দ্বারা আসলে কতটুকু ক্ষতি করা যায়?
? হ্যাকিংয়ের মাধ্যমে বিশ্বে আর কোথায় কি ঘটেছে অতীতে?
? হ্যাকিং সিস্টেমটা বর্তমান অগ্রগতির কোন পর্যায়ে আছে?
? হ্যাকিংয়ের ভবিষ্যত কি?
? হ্যাকিংয়ের মাধ্যমে সাইবার যুদ্ধের দ্বারা কি কোন অন্যায়ের সফল প্রতিবাদ সম্ভব?
এবং ইত্যাদি ইত্যাদি।
আড্ডায় যোগ দিলাম হ্যাকিং বিষয়ে জ্ঞান লাভ করার জন্য।পোষ্ট দাতাকে অনেক ধন্যবাদ সময়োপযোগী বিষয় নির্ধারন করার জন্য।
মনে হইতাছে এই ব্লগে হ্যাকিং বিশেষজ্ঞ কেই নাই
আড্ডার দাওয়াত রইল।
এই ভিডিওর ব্যাপারটা সম্পর্কে বলুন। তাদের এই মেসেজে কি আদৌ কেউ কর্ণপাত করেছে?
http://youtu.be/YQzh8qWvjlw
আড্ডার দাওয়াত রইল।
ভিডিওটার ভিজিটর সংখ্যা দেখলেই বোঝা যায় কর্ণপাত করছে কি না।
তাই না কি? আমি তো খেয়াল করিনি ব্যাপারটা।
হুম, সবগুলোই হিটের দিক থেকে চাঙ্গা-
http://www.youtube.com/watch?v=YQzh8qWvjlw
1179 হিট
http://www.youtube.com/watch?v=v8WFPikjJs4
3773 হিট
http://www.youtube.com/watch?v=Ooes_usSBME
7447 হিট
আড্ডার দাওয়াত রইল।
আমার কাছে মোটেও চাঙ্গা মনে হচ্ছে না।
এইটার হিট সংখ্যা দেখেনঃ
http://youtu.be/YR12Z8f1Dh8
মানুষের ইন্টারেষ্ট কোথায় বুঝতে পারবেন।
ইউটিউবে ঘোরাঘুরি হয়না তেমন। এইটার হিট দেখে তো আমার ফুটে যাওয়ার অবস্থা।
আড্ডার দাওয়াত রইল।