বিসর্গ [বিশোর্গো] বি ১ বর্ণবিশেষ। ২ ত্যাগ; বিসর্জন। ৩ সৃষ্টি; জন্ম; উৎপত্তি; উদ্ভব
স্বাগতম আড্ডাবাজের আড্ডায়। এ সপ্তাহের আড্ডার বিষয় শিরোনামে ইতোমধ্যে শোভা পাচ্ছে। হিজরী মহররম মাসে পৃথিবীর ইতিহাসে কি কি ঘটে ছিল? এসব বিষয়গুলো কেন গুরুত্ব পেল? আপনার কাছে থাকা তথ্য, বিশেষজ্ঞদের মতামত, আপনার মতামত ইত্যাদি শেয়ার করুন। বি.দ্র.: মন্তব্যের দায়িত্ব মন্তব্যকারীর, আড্ডাবাজ দায়ী নয়।
|
|||
Rate This |
||
|
আড্ডা জমানোর মত ব্লগার লগিনে থাকে না তো। অবশ্য অফলাইনের সংখ্যা বেশ দেখা যায়।
যাইহোক, ইসলাম হাউজে দেখলাম এ বিষয়ে বেশ সমৃদ্ধ বই-পুস্তক আছে। এবং নির্ভরযোগ্য দলীল-প্রমাণও রয়েছে।
উপকৃত হবার মত লিংক: ইসলাম হাউজ
"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com
তথ্যপূর্ণ লিংক। তবে আড্ডা আরেকটু সুনির্দিষ্ট হলে ভালো হতো। কিছু তথ্য যোগ করেন।
আড্ডার দাওয়াত রইল।
> > > প্রতি শুক্রবার আড্ডা নতুন বিষয়ে আড্ডা শুরু হবে।