বিসর্গ [বিশোর্গো] বি ১ বর্ণবিশেষ। ২ ত্যাগ; বিসর্জন। ৩ সৃষ্টি; জন্ম; উৎপত্তি; উদ্ভব
১। সরকার থেকে লাইসেন্স । ২। অফিস । ৩। স্যাটেলাইট থেকে ফিকোয়েন্সি বরাদ্দ । ৪। প্রোডাক্ট-শন হাউস। প্রোডাক্ট-শন হাউসে যে সকল ইকুইপমেন্ট এবং জনবল থাকতে হবে ঃ ক) স্টুডিও ঃ হল রুম এবং ষ্টেজ, ক্যামেরা, লাইট, ক্যারেন, ইত্যাদি। খ) কন্টোল রুম ঃ ভিডিও মিক্সার সুইস, সাউন্ড মিক্সার, মনিটর সর্বনিম্নে ৬ টি, ভিডিও ইডিটিং এর মানের একটি কম্পিউটার, স্পিকার , ভিডিও রেকর্ডার এবং প্লেয়ার, টেলিফোন লাইন ইত্যাদি। গ) আপলিঙ্ক ষ্টেশন ঃ আপলিঙ্ক ডিস এবং যন্ত্রপাতি। প্রডাক্ট-শন হাউসের ছাদে অথবা স্থান পরিবর্তনের সুবিধার্থে গাড়িতেও আপলিঙ্ক ষ্টেশন স্থাপন করা যায়। ঘ) গ্রাফিক্স ডিজাইনের জন্য নিম্নে ২টি কম্পিউটার। ঙ) ভিডিও ইডিটিংয়ের জন্যে নিম্নে ৩ টি কম্পিউটার। চ) সকল স্তরে কর্ম সম্পাদনের জন্যে দক্ষ জনবল।
|
|||
Rate This |
||
|
দক্ষ জনবল হওয়ার জন্য কোন প্রশিক্ষণের ব্যবস্তা আছে নাকি স্যার ।
moniruzzaman
থাকবেনা কেন অবশ্যই আছে, আপনি নিজেও ক্ষেত্র বিশেষে দক্ষ জনবল।
anowar hossain
চাকুরী কয়টা করবেন স্যার!!!!
মানিনা মানবনা আমার জন্য কোন চেয়ার নাই কেন?
মাইনাস
মাইনাস
মাইনাস
মাইনাস
মাইনাস
মাইনাস
মাইনাস নাই তাই মডুকে থেঙ্কু।
শুধু চেয়ার না, পানি চা সব কিছুই এক জনের জন্যে।
anowar hossain
কাজের পোষ্টের ধন্যবাদ। আমি দক্ষ জনবল হতে চাই।
আমি পাঁচতারা দিলাম। পোষ্টের জন্য যা তা না, নূর ভাইকে বিসর্গে দেখছি, সে জন্য।
"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com
ভাই আপনারে মৌখিক ভাবে সাত তারা দিলাম, বিসর্গে আসার সু্যোগ করে দেওয়ার জন্যে।
এই বিসর্গে পড়ে এবং লিখে্যেন সর্গের কাছে্যেতে পারি ঐ দোয়া করবেন।
anowar hossain
ভাইজান লোক লাগলে ডান দিয়েন, টাইপ করতে পারি খুব দ্রত। হা: হা: হা:
রিজিকে থাকলে ঠেকায় কে.........
anowar hossain
আমিতো কিছুই পারিনা আমাকে কি রাখা যাবে আমি চা বানাইতে পারি, আমিও পাঁচতারা দিলাম।
আপনি নিজেও বিশাল এক প্রতিবা, ক্যামরা টেমরা যা আছে সবই ঠিক করে পেলবেন।
anowar hossain
এই ব্লগে আমার ১ম মন্তব্য। আর একটা এ্যালবাম বের করতে হলে কার সাথে যোগাযোগ করতে হবে?
মিডিয়া প্রোডক্টশন হাউজের সাথে।
anowar hossain
এলবামের ব্যাপারে ফখরুল ভাইয়ের উদ্যোগ নেয়া উচিত।
www.fazleelahi.com
আমি একটা টিভি চ্যানেল খুলতে চাই। আমাকে হেল্পান প্লিজ।
স্যার আপনার প্রতিষ্ঠানে আমাকে একটা চাকুরী দিবেন???
না না না । তবে ঘুষ দিলে বিবেচনা করে.......