বাতাসের মাঝে তরুণীর সেই ফেলে যাওয়া স্মৃতি হারিয়ে খুঁজে পাওয়া তার দেহের স্নিগ্ধ ঘ্রাণ কালের আবহে সে আজ দুয়ারের কোনে দাড়িয়ে অবাক দুটি চোখে বৃষ্টিস্নাত বিকেলের পূর্বাভাস।
হুর-মুড়িয়ে ঢুকে পড়া সেই পানশালার স্মৃতি অস্তিত্বের মরমে কি নিদারুণ অবমুক্তি মানুষের মাঝে সামাজিকতা বিপুলভাবে মহীয়ান তারই আড়ালে চোখের পানি সতত বহমান।
অবমূল্যায়নে সেই তরুণী হৃদয় হাহাকারে বিপর্যস্ত আবেগের ভাষা, জনপদের রাহা হনুজ দূর অস্ত মলিন হৃদয় ,স্তব্ধ দুটি ঠোট মেলেনা কোন আশা ঝাপসা দুটি চোখ চেয়ে রয় কোনও দূরবর্তী ভালবাসায়।
বহমান অশ্রুর বিপরীতে আজিকার এই নিয়মতান্ত্রিক সমাজ নিষ্ফলা উক্তি আর অনর্থক কিছু বেহুলা জবান-বাজ আধারের অপ্সরীরা রাত্রির অপেক্ষায় কাটায় প্রতিটি প্রহর রাত জাগা কিছু পাখি তাদের জন্য বয়ে আনে ক্ষণজন্মা ভালবাসা।
|
|||
Rate This |
||
|
ভালো লেগেছে কবিতাটি।
"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com