আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিনই প্রাকৃতিক কিছু কাজ করি। যে গুলো না করলেই নয়। যেমন, অজু করা, গোসল করা, টয়লেটে যাওয়া, পোষাক পরিধান করা, খাওয়া ও পান করা, ফল খাওয়া, ঘুমানো, ঘুম থেকে জেগে উঠা, সফর করা, ঘর থেকে বের হওয়া, ঘরে ফেরা, রান্না করা, মেহমানদারী করা, রোগ শোকে দেখতে যাওয়া, আরও আরও অনেক কাজ সবগুলোর হিসাব করলে দেখা যাবে হাজারেরও বেশী হবে। তো এত হিসাব করে পারা যাবেনা। আসল কথায় আসি। আমরা তো এই কাজ গুলো সবাই করি তাইনা? আমরা কি জানি এসব কাজের শুরুতে কিছু দোয়া পড়তে হয়। যে গুলো নবীজি (সঃ) এর সুন্নতের তালিকার মধ্যে পড়ে। এবং এসবের অনেক উপকারীতাও আছে। আর আমরা এজন্যই করবো যে, স্বয়ং নবীজি (সঃ) এ কাজ গুলোর শুরুতে দোয়া পড়তেন। আর কোন কথা নয়। এবার আসুন আজ আমরা সুন্দর একটি দোয়া শিখি, এবং প্রতিদিনের সে কাজের সময় পাঠ করে নেই। এতে করে আমাদের জন্য সুন্নতের উপর চলা সহজ হবে। আল্লাহকে স্বরণ করা হবে। আর হাদীসে আছে যে ব্যক্তি জিকির করে করে জিহবাকে তরু ও তাজা রাখবে আর যে রাখবে না তাদের দৃষ্টান্ত হল জীবিত ওমৃতের ন্যায়।
আজকে আমরা শিখবো ঘুম থেকে জেগে উঠার দোয়া উচ্চারণ: আলহামদুলিল্লাহিল্লাযী- আহইয়া-না- বা'দা মা- আমা-তানা-, ওয়াইলাইহিন্ নুশূ-র।
অর্থ: সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে নিদ্রা দেয়ার পর, আবার জাগরণ করেছেন। এবং তার দিকেই (কেয়ামতের দিন) আমাদের উঠে যেতে হবে।
|
|||
Rate This |
||
|
সালাম
শিক্ষণীয় পোস্ট। যারা আরবী ভাল পড়তে পারেন না , তাদের জন্য বাংলা উচ্চারণ লিখে দিলে ভাল হয় ।
(الحَمْدُ للَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُورُ)
উচ্চারণ: আলহামদুলিল্লাহিল্লাযী- আহইয়া-না- বা'দা মা- আমা-তানা-, ওয়াইলাইহিন্ নুশূ-র।
নোট:
১। (')-এর দ্বারা আরবী ع ('আইন) অক্ষরের উচ্চারণ করতে হবে।
২। (-)-এর দ্বারা মাদ্দ বা লম্বা করে পড়া বা টেনে পড়া বুঝে নিতে হবে।
www.fazleelahi.com
শিক্ষনীয় বটে,
আপনাকে ধন্যবাদ
''সাদামেঘ''
সালাম
অনেক ধন্যবাদ ।
উচ্চারণটার জন্য ধন্যবাদ।