বিসর্গ [বিশোর্গো] বি ১ বর্ণবিশেষ। ২ ত্যাগ; বিসর্জন। ৩ সৃষ্টি; জন্ম; উৎপত্তি; উদ্ভব
আসুন ভাল কাজ করি (১০ম পর্ব)
৫/ নবী করিম (সঃ) আযান শুনার পর এই দোয়া পড়তে বলেছেন।
((اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّداً الوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامَاً مَحمُوداً الَّذِي وَعَدْتَهُ، [إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ])) ৫/ দোয়ার অর্থঃ- আয় আল্লাহ! এই সার্বিক আহবান এবং প্রতিষ্ঠিত নামাজের প্রভু, মুহম্মদ (সঃ) কে ওসীলা এবং ফজিলত তথা উচ্চ মর্যাদা দান করো। আর, তাঁকে মাকামে মাহমুদে (প্রশংসিত স্থানে) পৌছিয়ে দাও, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছো। নিশ্চয়ই তুমি ওয়াদা ভঙ্গ করনা। (বুখারী: ১/১৫২ হাদীস নং-৬১৪, বাইহাকী: ১/৪১০)
|
|||
Rate This |
||
|
জাযাকিল্লাহ্ খায়ের দো'আ শেয়ার করার জন্য।
"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com
সালাম
আপনাকেও যাযা-কিল্লাহ্ খায়ের!!
মন্তব্য করার জন্য
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
ধন্যবাদ
শেয়ার করার জন্য
''সাদামেঘ''
সালাম
আপনাকেও ধন্যবাদ ভাল লাগা মন্তব্যের জন্য
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬