
আমার প্রানপ্রিয় ছোট বোনের বিয়ে আগামি আগামি শুক্রবার ২৫শে এপ্রিল! সবাই প্রান খুলে দোয়া করবেন আমার বোনটির জন্য যেন বিবাহিত জীবনে সুখি হয়। আমরা প্রবাস থেকে জানাই আন্তরিক দোয়া! চোখে তো দেখতে পারবোনা প্রান খুলে দোয়া করছি সুন্দর ভাবে সমাধা হয় যেন বিয়ের শুভ কাজটি আপনারাও আমার ছোট বোনটির জন্য প্রান খুলে দোয়া করবেন। আমার বোনটি আমার কত প্রিয় তা লিখে বা বলে বুঝানো যাবেনা। আমরা আট ভাই বোনের মধ্যে এই বোনটি আমার প্রানের মত প্রিয়॥ তাই বোনের বিয়েতে বোনের বিয়োগের মনের না বলা কষ্টগুলো ব্লগের সবার সাথে শেয়ার করছি। বোনের বিয়ের আনন্দ আর বিয়োগে কষ্টে আর আমার টাইপের গতি চলছেনা। তবে সবার কাছে অনুরোধ আমার বোনের জন্য দোয়া করতে ভুলবেন না।
ছবি কৃতজ্ঞতা।
শুভ হোক নব জীবন।
শুভ হোক অনন্ত বন্ধন...
"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com
আপনার কথার সাথে আমিন।
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
সালাম
আপনার বোনের জীনব সুখের হোক । বিয়ের দিনে অনলাইনে মিস্টি খাওয়াতে ভুলবেন না আপা :)
আপনার কথার সাথে আমিন।
ইনশা-আল্লাহ
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬