শত বিকৃতির পরও কুরআনের পুর্বে আগত প্রতিটি আসমানী কিতাবে এ তথ্যের সন্ধান মিলে যে, প্রতিটি নাবীই তার পরবর্তী নাবীর সুসংবাদ প্রদান করেছেন। একমাত্র মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সা্ল্লাম ছাড়া। (মুহাম্মাদ সা: থেকে এধরণের কোনো অংগীকার নেয়া হয়েছে এমন কোন কথা কুরআনে বা হাদিসে কোথাও উল্লেখিত হয়নি।অথবা তিনি তার উম্মাতকে পরবর্তীকালে আগমনকারী কোনো নাবীর খবর দিয়ে গেছেন এমন কোন দলিল কোথাও নেই)। এ সত্যের পুনরুল্লেখ রয়েছে কুরআনেও: "স্নরন করো, যখন আল্লাহ নাবীদের থেকে এ মর্মে অংগীকার নিয়েছিলেন, আজ আমি তোমাদের কিতাব ও হিকমাত দান করেছি, কাল যদি অন্য একজন রাসুল এ শিক্ষার সত্যতা ঘোষণা করে তোমাদের কাছে আসে, যা আগে থেকেই তোমাদের কাছে বর্তমান, তাহলে তোমাদেরকে তার প্রতি ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। এ বক্তব্য উপস্থাপন করার পর আল্লাহ জিজ্ঞেস করেন: তোমরা কি একথার স্বাকৃতি দিচ্ছো এবং আমার পক্ষ থেকে অংগীকারের গুরুদায়িত্ব বহন করতে প্রস্তুত আছো? তারা বললো: হ্যা, আমরা স্বীকার করলাম। আল্লাহ বললেন: আচ্ছা, তাহলে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। (সুরা আলে ইমরান ৮১-৮২)
|
|||
Rate This |
||
|