বিসর্গ [বিশোর্গো] বি ১ বর্ণবিশেষ। ২ ত্যাগ; বিসর্জন। ৩ সৃষ্টি; জন্ম; উৎপত্তি; উদ্ভব
সবাই মিলে গোরস্থানে দিবে আমায় কবর দাফন শেষে চলে যাবে নিবেনা কেউ খবর। মুনকিরনাকির প্রশ্ন করবে রব্ব কে ছিলো তোমার? বলতে যেন পারি তখন আল্লাহ যে রব্ব আমার। ফেরেস্তারা প্রশ্ন করবে বলো তোমার দ্বীন বলবো আমি ফেরেস্তাদের ইসলাম আমার দ্বীন। ফেরেস্তারা বলবে আরো তোমার নবী কে বলবো আমি মুহাম্মাদুর রাসুসুল্লাহ নবী আমার যে। কেমন করে ব্যয় করেছো জীবনের হায়াত সারা জীবন করছি মাবুদ তোমার ইবাদাত। আরশের নীচে ছায়া দিও রহিম রহমান জান্নাতুল ফিরদাউস আমায় করিও গো দান।
|
|||
Rate This |
||
|