বিসর্গ [বিশোর্গো] বি ১ বর্ণবিশেষ। ২ ত্যাগ; বিসর্জন। ৩ সৃষ্টি; জন্ম; উৎপত্তি; উদ্ভব
লক্ষ তারাও আকাশ সাজাতে পারেনা
নদীও সাজতে পারে না
শিশির যদি নাহি ঝড়ে
মানুষ কি সাজতে পারে
নরের জীবন সাজাতে পারে
মনের মানুষ পাইনি বলে ৫ই আগষ্ট ২০০২
|
|||
Rate This |
||
|
ভালবাসার কবিতা।
তবে
"মানুষ কি সাজতে পারে
মনের মানুষ বিনা?
আপনারাই জবাব দেন
হাঁ অথবা না।"
এই পংক্তিটা এমন হলে ভালো হতো-
"মানুষ কি সাজতে পারে
মনের মানুষ বিনা?
বন্ধু তুমিই বলো আমায়
হাঁ অথবা না।"
www.fazleelahi.com