যদি তুমি আসতে পারো!
অতীতের যন্ত্রনাকে ছুড়ে ফেলে।
তবে এসো কাছে আমি গ্রহন
করবো তোমায় ফুলে ফুলে।
যদি আসতে পারো!
লোকের কথায় কর্ণপাত না করে।
তবে এসো কাছে
আমি মেনে নেব তোমার শূন্যতারে।
যদি আসতে পারো!
কারো কথায় আমাকে অবহেলা করবেনা ভেবে।
তবে এসো কাছে
যদি ভেবে থাকো কিছু সুখ, কিছু আনন্দ দেবে।
যদি আসতে পারো!
চিলে কান নিয়েছে তা যাচাই করে দেখো।
তবে এসো কাছে
আর সব কষ্টের পরেও আমার থেকো।
যদি আসতে পারো!
আমার দোষগুলো গুণ মনে করে।
তবে এসো কাছে
আমি মেনে নেব তোমায় সাদরে।
যদি আসতে পারো!
মন থেকে আমাকে আনন্দ দেয়ার ভাবনায়।
তবে এসো কাছে
মন তো আছে পরে সেই অপেক্ষায়।
যদি আসতে পারো!
সব বাঁধা পেরিয়ে একান্ত আমার হয়ে।
তবে এসো কাছে
আমার সুখের বার্তা লয়ে।
যদি আসতে পারো!
আমার সেই মানুষের মন নিয়ে।
তবে এসো কাছে
আর থেকো আমাকে জড়িয়ে।
১লা মে ২০১২
কবিতার হাত দিনে দিনে পেকে যাচ্ছে মনে হচ্ছে।
মুগ্ধ হওয়ার মত কবিতা।
সূর আসে না তবু বাজে চিরন্তন এ বাঁশী!
তাই নাকি? আচ্ছা!! বগ্লার বিচক্ষন কবিগণের মাঝে থাকলে তো হাত পাকারই কথা!!
এত কবি এখানে, সেখানে থাকলে কেউ কবি না হয়ে পারে?
তাই কবি হতেই হবে।
''সাদামেঘ''
সালাম
মাশ-আল্লাহ!! ভালই বলেছেন! এত কবির সমাগম যেথায় সেথা কবি না হয়ে পারা যায়?
যাযাকিল্লাহ খায়ের আপনাকে
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
ধন্যবাদ আপনাকে, ভালই লাগলো!!
''সাদামেঘ''