অনলাইন থেকে আয় করা যায়, কথাটি শুনেনি এমন মানুষের সংখ্যা বোধকরি পাওয়া
কিভাবে এর Forex-এর সূত্রপাতঃ- এতো বিশাল একটি মার্কেট একদিন এ
তবে আপনাদের মধ্যে একটি আশংকা জন্ম নিতে পারে যে এই বিশাল মার্কেটকে আগেই বলেছি Forex-এর ক্ষেত্র বিশাল, তাই একে একক ভাবে ম্যানিপুলেট করা সম্ভব না। Forex-এর এমন কোন প্রতিষ্ঠান নেই যারা একক ভাবে এতো বড় অর্থের বাজার নিয়ন্ত্রন করে বা বিপুল অর্থের বিনিময় দেখাশুনা করে। প্রথম অবস্থায় বিভিন্ন Central Bank, Commercial Bank এবং ধনী ব্যাক্তিরা Forex-ট্রেড করার সুযোগ পেতেন। প্রধানতঃ বড় বড় ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্রোকারদের মাঝে ইলেকট্রনিক পদ্ধতিতে বিশাল এই বাজারে অর্থের বিনিময় হয়ে থাকে। বলতে হয় এই মার্কেটকে নিয়ন্ত্রন করি আমি, আপনি যারা এখানে উপার্জনের জন্য বিনিয়োগ করি। কেউ একজন যদি ১০ মিলিয়ন ডলারও বিনিয়োগ করেন তার ক্ষমতা একজন সাধারণ ১০০ ডলার বিনিয়োগ কারীর মতোই। এক কথায় বিশ্ব অর্থনীতি যেভাবে চলে, Forex-মার্কেটও সেইভাবে চলে। সুতরাং, ভয়ের কোন কারণ নেই যে, এটাকে কেউ চাইলেই শেয়ার বাজারের মতো প্রভাব বিস্তার করতে পারবে। আপনাদের আরও নিশ্চিৎ করার জন্য বিলছি...বিশ্বের প্রভাবশালী ব্যাংক গুলো এই Forex-এর সাথে সম্পৃক্ত। সেইগুলি হলোঃ The Federal Reserve (US Central Bank), The Bank of Japan, The bank of England, The Bank of Canada, The Swiss National Bank, The European Central Bank, The Reserve Bank of Australia। আর কী চাই এই খানে আসার জন্য নিশ্চয়তা। প্রশ্ন জাগতে পারে কেন অনলাইনে এতো কাজ আছে আর Forex-কেই বেছে নিবোঃ ১। আপনি আপনার ইচ্ছামাফিক ঘরে বসে কাজ করতে পারবেন, কারো কাছে জবাবদিহীতা করতে হবে না। ২। অত্যন্ত কম ডিপোজিট দিয়ে আপনি আপনার আয় শুরু করতে পারবেন। ১ ডরার দিয়েই আপনি শুরু করতে পারেন আপনার ব্যবসা। আরো আছে, যেমনঃ ফরেক্সসেন্ট (foreXcent.com)=৫ ডলার, হটফরেক্স(HotForex)=৫, ইন্সতাফরেক্স(InstaForex)= ৫ ডলার, ফরেক্সসেন্ট (foreXcent.com)=৫ ডলার, মার্কেটিভা (marketiva.com)=৫ ডলার, নর্ডএফএক্স (nordfX.com)=৮ ডলার, রোবোফরেক্স (roboforeX.com)=১৫ ডলার, ট্রেডিং পয়েন্ট (trading-point.com)=২৫ ডলার। সুতরাং এর চেয়ে সহজ আর কী হতে পারে। এই যুগে এতা কম বিনিয়োগ করে নিজেই আয় করতে পারেন আনলিমিটেড প্রফিট। ৩। আবিার যদি আপনার টাকা না থাকে আপনি তাহলেও লাইভ ট্রেড করতে পারবেন। এখানে কিছু বোকার আছে সেখানে আপনি ফোরাম পোষ্ট করে আয় করে সেই আয় আপনি আপনার একাউন্টে ডিপোজিট করে ব্যবসা করতে পারবেন। অনেকেই Forex শিখে এই পন্থা অবলম্বন করে একমাসেই ১৫০-২০০ ডলার উপার্জন করে সেই ডলার বিনিয়োগ করে পুরো দস্তুর আয় করছে। সুতরাং, আপনার কাছে টাকা না থাকলেও আপনি বিনিয়োগ করতে পারছেন। ৪। অনেকে এক শেয়ার মার্কেটের সাথে তুলনা করেন। আমি তাদের সাথে একমত না। কেননা, শেয়ার মার্কেট-এ শুধু দাম বাড়লেই প্রফিট আর দাম কমলে তো কথাই নেই....মাথায় হাত। কিন্তু Forex মার্কেটের বিষয়টা খুব মজার। এখানে মুদ্রার দাম বাড়ুক/কমুক দু’ভাবেই আপনি আয় লাভ করতে পারবেন। ৫। অর্জিনাল ট্রেড শুরু করার আগে আপরি হাজার হাজার ডলার দিয়ে ডেমো প্র্যাকটিস করতে পারবেন। এর জন্য ব্রোকার হাউজ আপনাকে আনলিমিটেড ভার্চুয়াল মানি দেবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় আপনি এই ডেমো চর্চা অর্জিনাল মার্কেটে করতে পারবেন , যে মার্কেটে অর্জিনাল ট্রেড করা হয়। ৬। এখানে আপনি ব্যবসা করার সময় ব্রোকার হাইজ থেকে লোন পাবেন। যেমন ধরুন আপনার ডিপোজিট ৫ ডলার। এর বিপরিতে আপনি ৫০০ ডলার লাভের জন্য অর্ডার প্লেস করতে পারবেন। ৭। চাইলে আপনি মাত্র দশ মিনিটে ১০ ডলার আয় করতে পারার সুযোগ। ৮। এখানে তারল্যের সংকট কোন দিনই আসবে না। ৯। ক্রয়-বিক্রয়ের জন্য কাউকে কমিশন দিতে হবে না। ১০। স্বাধীন ভাবে কাজ করার পরিবেশ। ১১। বাজার মন্দা, এই কথাটি Forex-এর জন্য কখনই নয়। ১২। যে সফ্টওয়্যারটি আপনি ব্যবহার করবেন, তা একটি কম্পউটার গেমস্ খেলার চেয়েও সহজ। ১৩। মার্কেট এতো বিশাল যে, এখানে নির্দিষ্ট কোন ব্যাক্তি তো দুরের কথা, আমেরিকার মতো ধনী দেশ ও এর উপর নূন্যতম ১ ডলারের প্রভাব বিস্তার করতে পারবে না। ১৪। চাকুরিজীবিরা দৈনিক ৩-৪ ঘন্টা ট্রেড করে ১৫-২০ ডলার আয় করতে পারবেন। ১৫। বেকার যুবক, যুবতী, ছাত্র সকল পেশার জন্য উম্মুক্ত। ১৬। ইংরেজীতে মোটামুটি হলেই চলবে। ১৭। এখানেও রয়েছে সাপ্তাহিক ছুটি। শনি ও রবি বার। সুতরাং আপনি নিশ্চিন্তে রিল্যাক্স করতে পারেন। ১৮। পৃথিবীর যেকোন স্থানে থেকে আপনি আপনার একাউন্টে ট্রেড করতে পারবেন। ১৯। টাকা উত্তলন খুবই নিরাপদ। অনলাই-এর অত্যন্ত সিকিউর্ড রিজার্ভে আপনি আপনার ডলার গচ্ছিত রাখতে পারবেন। বছরের পর বছর। ফরেক্স নিয়ে বিভ্রান্তিঃ অনেকেই বলেন অল্প পুঁজিতে বেশী আয় মানেই ধোঁকা। আর ফরেক্স হচ্ছে সেই রকম একটা ব্যবসা। এমন কয়েকজনের সাথে আমার পরিচয় হয়েছে এবং তারাই একসময় আমার কাছে এই ব্যবসা শিখে আমার চেয়েও ভালো ট্রেডার। তারপরও এমন কোন ব্যাক্তি যদি আপনাকে এইসব বলে বিভ্রান্ত করে, তাহলে ঐ ধরনের ব্যাক্তির জ্ন্য আপনার উত্তর হবে খুব সাদামাটা। ঐ ব্যাক্তিরা হয় ইন্টারনেট ব্যবহার নতুন শিখেছেন কিংবা এই ধরণের ব্যাক্তিদের অভ্যাসই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা। তাই Forex সম্পর্কে আগে জানুন তারপর কমেন্ট করুন। আরও একটি বিষয় তা হলো, Forex আমাদের দেশে অনুমোদিত নয়। এই ধরনের কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ রইল। কারণ এখন পর্যন্ত আমাদের দেশের কোন অর্থনীতিবীদ আজ অবধি এই ব্যাপারে আনুষ্ঠানিক মন্তব্য করেন নাই। আর যেহেতু এইটা অনলাইন ভিত্তিক ব্যবসা তাই এতে কোন ধরনের রিক্স নেই। তবে অনেক সুবিধার কথাই আপনাদের বললাম। কিন্তু এই সুবিধা গুলো শুধুমাত্র একজন Forex-এ শিক্ষিত ব্যক্তির জন্য। অনেকেই বলেন Forex শিক্ষা খুব খঠিন, আমি তা মনে করি না, কারণ এটি সম্পূর্ণ একটি প্র্যাকটিক্যাল শিক্ষা। যারা মনে করবে আমি শিখবো এবং Forex-করবো আমি বিশ্বাস করি Forex শুধু তাদের জন্যই। এই লিখাটি আমি যারা Forex সম্পর্কে এখনও নেতিবাচক মনোভাব বা ভয় কাজ করছে তাদের জন্য। সবাইকে ধন্যবাদ
|
|||
Rate This |
||
|
Dear Naser Bhai, I want to learn Forex trading..Want your help about this..Please provide me the detail information in my email..Thank you..
ধন্যবাদ। কিন্তু আপনার ই-মেইল নস্বর তো নেই। আপনি abunaserakhand@gmail.com এই ই-মেইলে যোগাযোগ রাথতে পারেন। দীর্গ সময় ব্লগের বাইরে ছিলাম। তাই দেরী হলো। ফরেক্সের প্রতি আপনার আগ্রহ দেথে ভালো লাগলো।
ভাই আপনার নাম্বারটা দিলে যোগাযোগ করে খুশি হতাম ।
লেখক আবীর
আপনাকে মেসেজে জানিয়ে দেবো।
আমাকে ই-মেইল করুন abunaserakhand@gmail.com
মডারেটরদের এই পোষ্ট মুছে দেয়ার অনুরোধ করছি।
হালাল/হারামের ইস্যু ছাড়াও ফরেক্স ট্রেডিং এ রিস্ক নাই এইটা একদম বাজে কথা।
আপনাকে ধন্যবাদ। আপনার অনরোধ কখন মর্ডারেটর পূরন করেন তার জন্য অপেক্ষায় থাকলাম।