'লামিয়া রাইসা' -এর ব্লগ

কেন করবেন IELTS

প্রথমেই একটি
কাহিনী বলি । কয়েকদিন আগের ঘটনা । আমার মেঝ মামা দীর্ঘ ১৬ বছরের প্রবাস জীবন শেষে
দেশে ফিরেছেন । স্বভাবতই উনার কাছে এখন বাংলাদেশের সব কিছুই নতুনের মতন ।  তাই পরশুদিন আমি মামাকে ঘুরতে বেরুলাম । তখন
মামার সাথে এক কথা দুই কথায় আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং আগেকার
সময়ের অবস্থা নিয়ে আলোচনা করছিলাম । সত্যি বলতে তখন আমি কিছুটা হলেও IELTS কোর্সটার গুরুত্ব অনুধাবন
করছিলাম ।

আপনার রেটিং: None

IELTS নিয়ে কিছু টিপস

আমরা তো
হাবিজাবি কত কাজেই না সময় এবং পয়সা দুটোই নষ্ট করি । কিন্তু এই সময় এবং অর্থের
সঠিক ব্যবহার জীবন বদলে দিতে পারে । তেমন একটি বিষয় হল IELTS । আপনি যদি IELTS নিয়ে খুব বেশি কিছু জেনে না থাকেন, তাহলে একটি ব্যাপার জেনে রাখুন, IELTS এর একটি ভালো স্কোর যেকোন স্থানে আপনার গ্রহনযোগ্যতা হাজারগুণে বাড়িয়ে
দিতে পারে । 

আপনার রেটিং: None

IELTS কি?

একবার মনে করে
দেখুন তো, আমরা আমাদের স্কুল লাইফে ইংরেজি কিভাবে শিখতাম । আমার মনে আছে ৪র্থ এবং ৫ম শ্রেণীতে থাকা কালে ইংরেজি গ্রামার নিয়ে কত
বিরক্তি কাজ করত । তখন তো ইংরেজি এর মত কঠিন কোন পড়ার বিষয় হতেই পারে না । কিন্তু
আজ বুঝি, সেইসময়ের এমন চিন্তা ভাবনার মূলে ছিলো আমাদের শিক্ষা ব্যবস্থা এবং মুখস্থ
করে পরীক্ষা দেয়ার প্রবণতা । আজও ৮ম, ৯ম শ্রেণীর ছাত্রছাত্রীরা ইংরেজিতে নিজের
ভাষায় কিছু লিখতে দিলে হিমশিম খায় । এই অবস্থার পিছনে কি কারণ বলতে পারেন??

আপনার রেটিং: None

IELTS পরীক্ষা এবং TOEFL এর সাথে পার্থক্য

IELTS হলো ইংরেজি ভাষা শিক্ষার সবচেয়ে কার্যকরী মাধ্যম ।
আমাদের অনেকেরই মাঝে ইংরেজি নিয়ে কিছু না কিছু দুর্বলতা কাজ করে । কিন্তু একটু
চেষ্টা এবং আগ্রহ ইংরেজি ভাষার প্রতি আমাদের এই অনীহা সহজেই দূর করতে পারে । যেহেতু
IELTS একটি সার্টিফিকেট পরীক্ষা, তাই অনেকের মনেই সন্দেহ
থাকতে পারে যে কিভাবে এই টেস্ট আমাদের ইংরেজির কাঠামো শক্ত করে তুলবে । সত্যি বলতে
এই পরীক্ষা হলো একটি মানদণ্ড আর পরীক্ষায় ভালো স্কোর পাওয়ার জন্য ইংরেজির প্রতি
জোর দিতেই হবে । এটাই মুলত ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে IELTS এর প্রধান ভূমিকা ।

আপনার রেটিং: None গড় রেটিং: 2 (টি রেটিং)

IELTS এর রেজিস্ট্রেশন এবং আরো কিছু জরুরী তথ্য

আমাদের জীবনে
অনার্স মাস্টার্স ডিগ্রীর গুরুত্ব যতটুকু, 
ইংরেজিতে দক্ষতা তার কম নয় বেশি বৈকি । আর ইংরেজিতে ভালো করে কথা বলা, লেখা
এবং যাবতীয় ভাবে ইংরেজি ভাষায় মাঝারি মানের পারদর্শী হতে চাইলে IELTS হতে পারে সর্বশ্রেষ্ঠ পথ । আমি অন্যান্য বিষয়ে পড়াশুনা
করাকে খাটো করে দেখছি না । আমি শুধু বলছি ইংরেজি ছাড়া আমাদের উচ্চশিক্ষার কোন দাম
নেই ।

আপনার রেটিং: None

IELTS - কি এবং কিভাবে করবেন?

IELTS কি?

ইংরেজি ভাষায় পারদর্শিতা অর্জন এবং দক্ষতা পরিমাপের জন্য IELTS সর্বাধিক জনপ্রিয় । এক কথায় এটি ইংরেজিতে জ্ঞান নির্ণয়ের পরীক্ষা । IELTS কে অনেকেই অলস এবং প্রয়োজনহীন একটি পরীক্ষা বলে থাকেন । কারণ এটি TOEFL এর মতোই একটি পরীক্ষা কিন্তু বিষয়বস্তু ইংরেজি । আগে আমেরিকা কিংবা কানাডায় যেতে হলে TOEFL টেস্টের প্রয়োজন হত । আর IELTS প্রয়োজন হয় ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবং ইউরোপের বিভিন্ন দেশে যেতে । কিন্তু পরিস্থিতি এখন অনেক বদলে গেছে এবং বিশেষ করে আমেরিকা এবং কানাডায় IELTS এর অনেক চাহিদা ।

আপনার রেটিং: None গড় রেটিং: 5 (4টি রেটিং)
Syndicate content