সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ও সাম্প্রদায়িক এজেন্ডাধারী ব্যক্তিদের চেনা বড় কঠিন। একজন সাম্প্রদায়িক চেতনাধারী ব্যক্তি যখন কোন দেশে রাষ্ট্রক্ষমতা ও সংখ্যাগরিষ্ঠতা উভয় দিক থেকে সুবিধাজনক অবস্থানে থাকে, কেবল তখনই সে স্বরূপে আত্মপ্রকাশ করে। কিন্তু যে রাষ্ট্র বা সমাজে সে এ দুটির কোন একটি থেকে বঞ্চিত অবস্থায় থাকে, এককথায় যেখানে তারা পূর্ণ ক্ষমতাহীন বা সংখ্যালঘু অবস্থায় থাকে, তখন নিজের সাম্প্রদায়িক চরিত্র সহজে ধরা দেয় না। তার নামে সাম্প্রদায়িকতার অভিযোগ শুনলেও ভাববেন, সাম্প্রদায়িক কারণে সে যদি শত্রুতা করত, তাহলে সে শুধু ঐ এজনের সাথে করবে কেন, আমাদের সকলের সাথেই তো করতে পারত! এছাড়া সে নিজ সম্প্রদায়ের মানুষজনকেও তো বকাঝকা কম করে না, চড়-থাপড় কম মারে না! কাজেই এই মানুষটা বড়জোর উচ্চাভিলাসী হতে পারে, শুধু নিজের বা নিজের আত্মীয় বা ঘনিষ্ঠ কিছু লোকের সুবিধা বাগিয়ে নিতে পারে, হয়তো নিজের ও নিজের ঘনিষ্ঠ কিছু মানুষের স্বার্থে কিছু মানুষের জীবন ও জীবিকার উপরে হাত দিতে পারে, কিন্তু ultimately কোন সম্পূর্ণ