(এক) অশ্রু ভরা হৃদয় রফিকুল ইসলাম জসিম . আজ এই বৃষ্টির কান্নার জল দেখে , মনে পড়লো তোমায়... অশ্রু ভরা মন এখন, ভেঙ্গে যায় প্রেম। . স্বপ্নের আঁকা এই দুটি চোখের জল, ব্যথার কাজল মেখে... তুমি আমায় থেকে কেন দূরে যাচ্ছো। . আজ আমার অশ্রু ভরা এই হৃদয়ে, লুকিয়ে ছিলে ঐ মুখ... তোমার সম্মুখে কীভাবে বলে দেখাবো। . স্বপ্নের এই আকাশে তাকিয়ে থাকি, তোমাকে চুপিচুপি দেখি... কখনো তোমায় ভুলে থাকা যায় না। . জোসনা রাতের আঁধারে দেখি তোমায়, ভালোবাসা মনে তোমায় খুঁজি.. তোমাকে ছাড়া কিছুই ভালো লাগেনি। . মন ভেঙ্গে আমায় তুমি পুঙ্গ করেছো, অন্ধ করে দেয় আমার প্রেম... ভালোবেসে হলাম অশ্রু ভরা হৃদয়। . সারাক্ষণ শুধু তোমায় নিয়ে মনে ভাবি, চোখে ফোটা ফোটা জল ফেলি... জীবনে কষ্ট পাওয়া গল্প করে লিখি। . প্রেম ভেঙ্গে এখন অশ্রু ভরা মোর হৃদয়, না পাওয়া মনের যন্ত্রনা... তোমাকে হারিয়ে রাতের ঘুম আসে না। . স্বপের আশা নিয়ে হৃদয় বেঁচে গেলাম, প্রেম এখন মরে যায়.... যন্ত্রনা নিয়ে থাকি, এখন অশ্রু ভরা হৃদয়। . আমায় নিয়ে তুমি যতবার করো রঙ খেলা, এভাবে চলে যাবে জানি না... হারিয়ে পরাণ আমার অশ্রুতে জ্বলে যায়। . তুমি আজ চলে গেছো দূরের কোথাও দেশে, আমাকে তুমি কাঁদাতে... মনের দুঃখের আমি পৃথিবী ছেড়ে যেতে চাই। . (দুই) প্রেম অভিবাদন রফিকুল ইসলাম জসিম প্রেম তোমাকে আমি হারিয়ে যায় বন্ধ হলো সব মনের জানালা তোমার সাথে কখনো প্রেমে পড়বে না । তোমাকে অভিবাদন জানিয়ে দিচ্ছি, হৃদয়ে আঁকা মনের গল্প থেমে তোমায় থেকে আমি প্রেম বিরত নিচ্ছি, খোলা জানালায় মনের ভাষা পায়, বকুলের ঘ্রাণ আমি খুঁজে পেয়েছি এখন পুরানো সপ্ন ভেঙ্গে মন উড়িয়ে নিচ্ছে প্রেমের নামে সব অভিনয় গল্প প্রেম কারণে আমি বড় মন্দ অসহায় জীবন ভেঙ্গে কষ্টে বুকে হাত রেখে চলছি, তোমাকে অভিবাদন জানিয়ে দিচ্ছি, তোমাকে হারিয়ে দুঃখের দিন চলে আসে এভাবে প্রেম ভেঙ্গে মন চুরমার করে চলছে। তোমায় হারিয়ে ও ভালোবেসে যাবো, আকাশে ঠিকানায় মনে তোমাকে শুধু খুঁজি ভালোবাসা হারিয়ে ও তোমায় ভুলে যায় না। (তিন) তুমি আস বলে রফিকুল ইসলাম জসিম তুমি আস বলে, এই পৃথিবীতে আমি বেঁচে থাকি। চাঁদ আস বলে, এই পৃথিবীতে কিরণ খুঁজে পাই মেঘ আসে বলে, এই পৃথিবীর বৃষ্টি মাটিতে পড়ে । তুমি আস বলে, এই পৃথিবীতে প্রতিটি জায়গা সন্দুর । আকাশ আস বলে, এই পৃথিবীতে পাখিটি উড়ে যায়। সূর্য আস বলে, এই পৃথিবীর আলো খুঁজে পাই। তুমি আস বলে, এই পৃথিবীতে আমি সুখে থাকি। নদী আস বলে, এই পৃথিবীতে পানি যাচ্ছে সাগরে। জলে আসে বলে, এই পৃথিবীর মাছ লাফিয়ে যায়। (চার) এক মুঠো ভালোবাসা রফিকুল ইসলাম জসিম ভালোবাসা দিয়ে তুমি দাও, রাঙিয়ে তোমার মনে আঙিনায় সাঁজিয়ে রাখি। এসো না তুমি মনের ঘরে যতন করে, তোমায় রেখেছি মনের আপন ভেসে। ভালোবাসা দিয়ে তুমি দাও, জানিয়ে এবুকে কতটুকু ভালোবাসি বুঝে যাবে। নিয়তি করে রেখে গেছে তোমার নাম, আজীবন তোমায় ভালোবাসা দিয়ে যাব। ভালোবাসা দিয়ে তুমি দাও,এক মুঠো প্রেম সারাবেলা তোমার সঙ্গে জড়িয়ে থাকবো। কাটবো সময় তোমার সাথে ফুলের বাগানে ভালোবেসে থাকবো যখন নিঃশ্বাস পযন্ত। ভালোবাসা দিয়ে তুমি দাও হাত বাড়িয়ে, জীবনের বাকী সময় কাটাবো তোমায় নিয়ে। বেঁচে থাকি তোমায় কথা ভেবে দিন-রাত, তোমাকে এক মুঠো ভালোবাসা পেতে চায়। ( পাঁচ) ভালোবাসা এখন সাঁজিয়েছি রফিকুল ইসলাম জসিম আমি যার প্রেমে পড়েছি তার রয়েছে একটি সুখী-অতীত যার জীবন সুখ দিতেই আমার হারিয়ে গেছে নিজের সুখ। আমি যার লাগি বেঁচে থাকি তার পেয়েছে একটি সুখী সংসার যার জন্য আমার এই অবস্থা, আমাকে করছে এখন বিষণ্ন একা। আমি যার প্রেম পড়েছি প্রেমের সূচনাতে হারিয়ে ফেলেছি যার জন্য স্মৃতি জ্ঞান হারিয়ে পথের ভিখারী হয়ে রাস্তায় হাটে যায়। আমি যার কাছে এসেছি, যখন প্রেমের চূড়ান্ত পথে যায় যার জন্য আমি এগিয়ে, আমার মৃত্যুপথ যাচ্ছি আগুনের মাঝে। আমি যার কারণে দশা, তাকেও দিই বরং না কোন দোষ তার ভুল সব গুলো দিয়েছি নতুন করে ভালোবাসা এখন সাঁজিয়েছি। (ছয়) সবার প্রিয় হতে চাই রফিকুল ইসলাম জসিম . এই পৃথিবীতে আমি সবার প্রিয় হতে চাই, সবার আগে প্রিয়তমা তোমার হবো প্রিয়। আজ বিশ্বকে জানিয়ে দিবো আমার চাওয়া কবিতা লিখে আমি সবার প্রিয় কবি হবো। . প্রিয় হতে চাই বলে থাকবো সবার পাছে, প্রিয়তমা তোমার মনের কাছাকাছি হবো। ছোট আমার জীবনে ছোট এক মনে চাওয়া এই পৃথিবীর আমি সবার প্রিয় হতে চাই। . প্রিয় হতে চাই বলে আমি লিখি কবিতা, প্রিয়তমা তোমার জন্য নতুন কাব্য গড়ি। হাজারো স্বপ্ন ভেঙ্গে চলি ছোট এক আশায় এই পৃথিবীর আমি সবার প্রিয় হতে চাই। . আমার কবিতা আমার প্রানের মিষ্টি ভাষা, প্রিয়তমা তোমার হবো প্রেমের প্রিয় পাত্র। কবি জীবনে সাবার কাছে আমার চাওয়া এই পৃথিবীর আমি সবার প্রিয় হতে চাই। (সাত) বেঁচে থেকে লাভ কী? রফিকুল ইসলাম জসিম আমার মনের ফুল বাগানে, তুমি আমার প্রথম ফুল। যদি হারিয়ে যায় কখনো, হবে সব আমার ভুল। আমার কবিতার প্রিয় নাম, তোমার নামের কবিতা। যদি তোমায় নিয়ে লেখা, হারিলে সব আমার দোষ। আমার ঘুমের স্বপ্নের দেখা, তোমার সবটুকু চেহারা। যদি চেহারা অদৃশ্য হয়ে যায়, আমার চোখ দুইটি অন্ধ। আমার মনের মাঝে তুমি থাক, নিরবে একটি মধুর গানে। যদি গানটি মন থেকে মুছে যায়, আমার অবহেলার কষ্ট। আমার তৈরী করা প্রিয় নীড়ে, তুমি না থাকলে খোলাঘর। যদি এভাবে হারিয়ে চলে যায়, বেঁচে থেকে লাভ কী? (আট) ভালোবাসা নাকি অভিমান রফিকুল ইসলাম জসিম ভাবো, যদি আমি তোমাকে কথা বলি হয়তো খারাপ কিছু বলতে পারি কেন না শুনে তুমি চলে গেছি।?? হঠাৎ তোমার কাছে কথা বলি তুমি চাওনা আমার কথা শুনতে বুঝিনা তুমি আমায় অনেক রেগে আছো। তুমি একবার শোন আমার কথা আমি কি বলতে চেয়েছিল জানো কেন কথা না শুনে চলে গেলি?? বুঝিনা কেন? তোমাকে কথা বলতে কি বলবো এতোক্ষণ কি জানি কেন কথা না শুনে চলে গেলি?? আজ তুমি কথা না শুনে চলে গেলি বুঝিনা তুমি ভালোবাসা নাকি অভিমান। ( নয়) শুধু হাসে রফিকুল ইসলাম জসিম . একটা মেয়ে জানেন; শুধু হাসে কথায় কথায় হাসে, এমনই দেখেছিলে ওকে জানো বিরক্ত - বলে ওর কাছে নেই। ঐ মেয়েটা জানেন ; শুধু হাসে কথায় কথায় হাসে, জানো ওর হাসি আসে তাই হাসে। ঐ মেয়ে খুব সিরিয়াস তাকে বললাম; তোমার নাম কি? কথায় কথায় হাসে, বলে রিমি জানো ওর হাসি আসে তাই হাসে। ঐ মেয়েটা জানেন ; শুধু হাসে কথায় কথায় হাসে, জানো ওর হাসি আসে তাই হাসে। ঐ মেয়েটা খুব পজিটিভ তাকে বললাম; তোমার বাড়ি কোথায়? কথায় কথায় হাসে, বলে রামপুর জানি ওর হাসি আসে তাই হাসে। ঐ মেয়েটা জানেন ; শুধু হাসে কথায় কথায় হাসে, জানো ওর হাসি আসে তাই হাসে। ঐ মেয়েটা খুব ইন্টারেসটিং বললাম; তুমি কি পাগল কথায় কথায় হাসে, বলে পাগলু -৩ জানি ওর হাসি আসে তাই হাসে। ঐ মেয়েটা জানেন ; শুধু হাসে কথায় কথায় হাসে, জানো ওর হাসি আসে তাই হাসে। আমি তার সম্পর্ক কিছুই জানি না সেই মেয়েটি- এখন আমায় দিকে তাকিয়ে শুধু হাসে আর হাসে। ঐ মেয়েটা জানেন ; শুধু হাসে কথায় কথায় হাসে, জানো ওর হাসি আসে তাই হাসে। (দশ) তোমার প্রেমের জন্য রফিকুল ইসলাম জসিম আমি ভালোবাসি, তোমার প্রেমের জন্য ভালোবাসতে একদিন পাগল হয়ে যাবো আমার মনে দুইটি চোখের তারা তুমি আমার সান্ধায় আকাশের তুমি যেন জোৎস্না আমি ভালোবাসি, তোমার প্রেমের জন্য ভালোবাসতে একদিন কবি হয়ে যাবো সাদা কাগজে তোমাকে নিয়ে লেখা প্রেমের কবিতা আমার কবিতার কাব্যের তুমি যেন মনের ছন্দ আমি ভালোবাসি, তোমার প্রেমের জন্য ভালোবাসতে একদিন গানের শিল্পী হবো আমার গানে জালে ধরা পড়েছে তুমি আমার স্বপ্নের মায়াবী গানে তুমি যেন সুর আমি ভালোবাসি, তোমার প্রেমের জন্য ভালোবাসতে একদিন আমি হারিয়ে যাবো তোমার প্রেমের নতুন এক ঠিকানায় দেবদাসের মতো ঘর ছাড়বো তোমায় ভালোবাসে লেখক পরিচিত: রফিকুল ইসলাম জসিম। ৮নং মাধবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্তর্গত শুকুর উল্লার গাঁও গ্রামের, কমলগঞ্জ উপজেলার, মৌলভীবাজার জেলার, সিলেট বিভাগের অতি সাধারণ এক নিম্নবিত্ত এবং মনিপুরী মুসলিম (পাঙল) পরিবারে ২৯ জানুয়ারি, ১৯৯৭ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ- জিয়া উদ্দিন এবং মাতার নাম মোছাঃ- তাহমিনা বেগম। দুই বোন তিন ভাইদের মধ্যে কবি তৃতীয়তম সন্তান।শিক্ষা জীবন তিনি ২০০৬ খ্রিষ্টাব্দে ‘ শুকুর উল্লার গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, ২০১২ খ্রিষ্টাব্দে তেতই গাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়’ থেকে মাধ্যমিক শিক্ষা এবং ২০১৪ খ্রিষ্টাব্দে ‘কমলগঞ্জ ডিগ্রী কলেজ’ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা কৃতিত্বের সাথে পাশ ও সম্পন্ন করেন। বর্তমানে তিনি শ্রীমঙ্গল সরকারী কলেজ বিএ অধ্যয়ন করছেন।
|
|||
Rate This |
||
|