বিসর্গ [বিশোর্গো] বি ১ বর্ণবিশেষ। ২ ত্যাগ; বিসর্জন। ৩ সৃষ্টি; জন্ম; উৎপত্তি; উদ্ভব
সবাইকে সালাম। এ পোষ্টের আড্ডার বিষয় ঠিক করলাম: "বিসর্গ ব্লগ ব্যবহারের পদ্ধতি"। অর্থাৎ বিসর্গে এসে ব্লগাররা অনেকেই নানা সমস্যায় পড়েন। মডুরা পরিবর্তনের কথা বলে বলে মুলা ঝুলিয়ে রেখেছে। মুলা রান্না হতে হতে মনে হচ্ছে অনেক দেরী। তাই আপাততঃ নিজেরা যে যা জানি এই আড্ডা পোষ্টে সওয়াল জবাব করে জেনে নেই। সাথে সাথে চলুক হাই হ্যাল্লো...
|
|||
Rate This |
||
|
মুলা রান্না হতে হতে মনে হচ্ছে অনেক দেরী
ছবি আপ্লোড করলেই ছোট সাইজের আইকন হিসাবে আসে... অথচ জলদস্যু ভাই কেম্নে জানি বিশাল বিশাল ছবি দিয়ে যাচ্ছেন
এই আড্ডা পোষ্টের প্রথম মন্তব্য অনুরণন ভাই থেকে।
অনুরণন ভাইয়ের ছবি সমস্যায় কেউ হেল্পান।
আড্ডার দাওয়াত রইল।
> > > প্রতি শুক্রবার আড্ডা নতুন বিষয়ে আড্ডা শুরু হবে।
আমি তো সহজেই ছবি আপলোড করতে পারি। তবে লিংক হতে হবে। কম্পিউটার থেকে আপলোড করতে হলে ছোট আসবে।
তবে আরেকটি পদ্ধতি আছে, যেটা অনুসরণ করলে কম্পিউটারের ছবিও পোষ্টের মধ্যে দেয়া যাবে। সেক্ষেত্রে আগে ছবি আপলোড করে আবার এডিট করে নিতে হবে।
www.fazleelahi.com
প্রথমে ফ্লিকারে আপ্লোড করে তারপরে লিঙ্ক দিয়ে চেষ্টা করে দেখলাম, তাও পারি না

আপনি একটা টিউটোরিয়াল পোষ্ট দেন
ফ্লিকর থেকে ছবি আনতে হলে সঠিক লিংক খুঁজে বের করতে হবে।
যেমন আপনি একটি ছবি ওপেন করলেন, যার এড্রেসবারে দেখলেন যে, আছে:
http://www.flickr.com/photos/e_faz77/2232307086/sizes/z/in/photostream/
-উপরের এই লিংক দিয়ে শুধুমাত্র ছবি খুলবেন না; বরং পুরো পাতাটির লিংক এটা। তাই
আমাদেরকে শুধুমাত্র ছবির লিংকটি খুঁজে নিতে হবে।
সেক্ষেত্রে-
১. ফ্লিকর থেকে ছবিটিতে ক্লিক করুন।
২. ক্লিক Actions ছবির উপরেই পাবেন।
৩. তিনটি অপশনের একটা মেন্যু বের হবে, তা থেকে উপরের বা নিচের অপশনে ক্লিক করুন।
৪. ছবির উপরে রাইট ক্লিক করুন।
৫. View Image Info -তে ক্লিক করুন।
৬. নতুন একটি উইনডো আসবে, তাতে একটি লিংক সিলেক্টেড পাবেন অথবা Location: এর সামনে যে লিংকটা দেখবেন, সেটা কপি করুন।
যেমন আমি পেলাম: http://farm3.staticflickr.com/2202/2232307086_3e6e30f903_z.jpg?zz=1
এই লিংকটি।
৭. বিসর্গের Image URL -বক্সে পেস্ট করুন এবং Insert বাটন করুন। ব্যস।
উদাহরণ:
"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com
ধন্যবাদ মন্তব্যের জন্য। আশা করছি সামনে আরো পরিস্কার হবে।
আড্ডার দাওয়াত রইল।
> > > প্রতি শুক্রবার আড্ডা নতুন বিষয়ে আড্ডা শুরু হবে।
আমি অনেক চেষ্টা করেও মন্তব্যতে ছবি আপলোড করতে পারলামনা।
আমার বস্স বলেকি? আপনি ও পারেন নাই? আই হাইররাম কেন্নে/ কন দেহি আন্নে
আই হাইত্তাম চাই।
আঁই হারি গেছি :)
www.fazleelahi.com
আন্নে কেন্নে হারিগেছেন? আই হারিনা
ছবি তো পোষ্টাইলেন। কিন্তু কেমনে সেটার বর্ণনা তো দিবেন।
আড্ডার দাওয়াত রইল।
> > > প্রতি শুক্রবার আড্ডা নতুন বিষয়ে আড্ডা শুরু হবে।
১. যে বক্স থেকে মন্তব্য লিখবেন, তার উপরে কিছু ফরমাট অপশন দেয়া আছে। উপরের সর্বডানে ছোট্ট একটি ছবির আইকন আছে, তাতে ক্লিক করুন।
২. একটা ছোট্ট উইনডো খুলবে, তাতে উপরের বক্সটা পাবেন Image URL নামে। যে ছবিটি আপলোড করতে চান তার লিংক কপিপেস্ট করুন এ বক্সে।
৩. ছোট্ট উইনডোটিতে আরো অনেক বক্স আছে, যেগুলোর কাজও আছে, তবে আপাততঃ একটি বক্সের কাজ জেনে নিন, তাহলো Alignment. এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন ছবিটিকে ঠিক কোন অবস্থানে রাখতে চান।
৪. তারপর নিচে বাম দিকে Insert - এ ক্লিক করুন। ব্যস কাজ শেষ।
"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com
আইন্নে কেন্নে হারলেন ? আই হাইরতেছিনা
আল আমীন ভাই, উপরে দু'টি মন্তব্য এসেছে ব্লাগর ফজল ও ফজলে এলাহি থেকে। আশা করছি পরিস্কার হয়েছে। আমিও পারছি- আল আমীন ভাই
আড্ডার দাওয়াত রইল।
> > > প্রতি শুক্রবার আড্ডা নতুন বিষয়ে আড্ডা শুরু হবে।
পোষ্ট দাতা কি ঘুমাইতে গেলেন নাকি ?

ঘুম? কি যে বলেন? আড্ডা জমিয়ে ঘুম? তবে দেখছি মাঝে মাঝে।
হাঁ বলে রাখি কিন্তু। আড্ডার পরবর্তী পোষ্ট না আসা পর্যন্ত কিংবা অন্য কেউ পোষ্ট না করা পর্যন্ত আড্ডা কিন্তু এখানে-ই চলবে।
আড্ডার দাওয়াত রইল।
> > > প্রতি শুক্রবার আড্ডা নতুন বিষয়ে আড্ডা শুরু হবে।
ভাই আড্ডাতে খানার কিছু আছে নাকি। থাকলে আমাকে দেখান। ণাদেখালে আমিনাই
ভাই খানা না থাকলে আমিও খেলুমনা।
বাংলা বর্ণমালা আর কিছু মন্তব্য আছে। যার যার পছন্দ মত খেয়ে নিতে পারেন।
আড্ডার দাওয়াত রইল।
> > > প্রতি শুক্রবার আড্ডা নতুন বিষয়ে আড্ডা শুরু হবে।
আমাগো সোনালী দিন ভাই পাসওয়ার্ড ভুইলা গেছে তাই আড্ডায় আইতে হাইত্তেছেনা।আই অহন কিত্তাম?
কান্দেন কান্দেন কান্দেন
আইন্নের মনে কষ্ট কিয়া? কান্দেন কান্দেন হরেন কিল্লাই?
একারনে আমি লগআউট করিনাই। এখানে অনেক সমস্যা মনে হচ্ছে।
আমার গুরুর জন্য আমি নতুন একাউন্ট করব, কিন্তু পাসওয়ার্ড আমার কাছে থাকলেতো সমস্যা, তাই গুরুজিই এই কাজ করুক।
মডু আংকেলদের দৃষ্টি আকর্ষণ করছি। সোনালী দিন ভাতিজারে উদ্ধার করেন।
আড্ডার দাওয়াত রইল।
> > > প্রতি শুক্রবার আড্ডা নতুন বিষয়ে আড্ডা শুরু হবে।
আড্ডায় কফি নাই চা নাই। খানা নাই পটের জালা বড় জালা। কেহ দেখার নাই আমাগরে?
বেশির ভাগ আড্ডাবাজ দেখি বৃহত্তর বা সরাসরি নিউক্যালীর বাসিন্দা।
সূর আসে না তবু বাজে চিরন্তন এ বাঁশী!
নোয়াখালী বাসী জিন্দাবাদ (আশেপাশে যারা আছে তাদের নিয়ে)
মুলা রান্না করতে নয়, ক্রয় করতে সময় বেশি নিচ্ছে, কারণ মুলাতো কাচা খাওয়া যায় রান্না করার দরকার হয়না, মুখে একটু দূর্গন্ধ হয় এ আরকি।
মন্দ বলেন নাই
শুনেছি মুলাক্ষেতের পাশ দিয়ে হাঁটতে গেলেও নাকি মুলা চুরি হয়ে যায়।
আড্ডার দাওয়াত রইল।
> > > প্রতি শুক্রবার আড্ডা নতুন বিষয়ে আড্ডা শুরু হবে।
আমি ভাই আজকে মুলার শাক রান্না করতেছি।
আমার প্রিয় একটি ওয়েবসাইট: www.islam.net.bd
আজকে মনে হচ্ছে আপনার ঘর বেশ গরম থাকবে
আপনার পছন্দের ওয়েবসাইটটা বেশ ভালো লাগল।
আড্ডার দাওয়াত রইল।
> > > প্রতি শুক্রবার আড্ডা নতুন বিষয়ে আড্ডা শুরু হবে।
অামি লিখতে চাই "
আ " হয়ে যায় "অা" অামি এখন কি করবো ??
লোকমান ভাই,
"আ" লিখতে বিসর্গে আমি তিনটি পদ্ধতি দেখতে পাচ্ছি-
১. আপনার কম্পিউটারে সে সেটাপ আছে, তাতে এই নির্দেশনা অনুসরণ করুন-
Alt+Shift(কীবোর্ডের ভাষা বাংলা করুন) >>> g+f (চাপুন) = আ (উল্লেখ্য যে, এখানে + বলে সংযোগ বুঝানো হয়েছে, + চাবিটি কিন্তু চাপতে হবে না। অর্থাৎ "আ" লেখার জন্য যথাক্রমে gf চাবি দু'টি চাপতে হবে।)
২. বিসর্গের যে বক্সে আপনি/আমি পোস্ট লিখছি বা মন্তব্য লিখছি, তার উপরে দেখুন একটি বক্সে লেখা দেখাচ্ছে- --Select keyboard--. এর ডানে যে তীর চিহ্ন দেয়া আছে, তাতে ক্লিক করলে কীবোর্ডের বা বাংলা লেখার পদ্ধতির নামসমূহের একটি তালিকা বের হবে। সেখান থেকে আপনি যে কীবোর্ডে লিখে থাকেন, তা নির্বাচন করুন এবং নিজের জানা পদ্ধতিতে "আ" লিখুন।
৩. বিসর্গের যে বক্সে আপনি/আমি পোস্ট লিখছি বা মন্তব্য লিখছি, তার উপরে দেখুন সবুজ সীমানায় লাল কালিতে লেখা একটি "ব" দেখাচ্ছে। তাতে ক্লিক করুন। একটি ছোট্ট নতুন উইনডো বের হবে। সেখানে একটি বক্স পাবেন এবং বক্সের নিচে কীবোর্ড নির্বাচন করার ছয়টি অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনি যে কীবোর্ডে লিখে থাকেন, তা নির্বাচন করুন এবং উপরের বক্সটিতে নিজের জানা পদ্ধতিতে "আ" লিখুন অথবা তারও বেশী অনেক লেখা। তারপর লেখা শেষে নিচে বাম দিকে দেখুন "Insert" বাটনে ক্লিক করুন, লেখাটিকে সরাসরি বিসর্গের টেক্সট বক্সে চলে আসবে। ব্যস...
"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com
ধন্যবাদ ফজলে এলাহি মুজাহিদ। অনেক বিস্তারিত জবাব দিয়েছেন যা থেকে আমরা শিখে ফেলেছি ইতোমধ্যে।
আড্ডার দাওয়াত রইল।
> > > প্রতি শুক্রবার আড্ডা নতুন বিষয়ে আড্ডা শুরু হবে।
আই অতিথি আড্ডা দিতাম আইছি, আমনেরা বেকে মিলে আরে ওয়েলকাম জানান,
অ্যাই অতিথি আন্নেরা বেকে মিলে অ্যারে ওয়েলকাম জানান,