
আন্তর্জাতিক বিভাগ: অভাবগ্রস্ত ও দরিদ্র
মুসলমানদের মাঝে পবিত্র কুরআন ও জায়নামাজ বিতরণের জন্য সংযুক্ত আরব
আমিরাতের একদল যুবক নাগরিকদের নিকট থেকে পবিত্র কুরআন ও জায়নামাজ সংগ্রহ
করছে।
বার্তা সংস্থা ইকনা: এ পরিকল্পনা দুবাইয়ের স্থানীয় অধিবাসীরা গ্রহণ করেছে।
নতুন অথবা গৃহে রক্ষিত পবিত্র কুরআন ও জায়নামাজ সংগ্রহ করে অন্যান্য দেশের
অভাবগ্রস্ত ও দরিদ্র মুসলমানদের মাঝে বিতরণ করা হবে।
গত বছর এ পরিকল্পনার মাধ্যমে ৩৫০০ খণ্ড কুরআন এবং ২০০০ জায়নামাজ অভাবগ্রস্ত ও দরিদ্র মুসলমানদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এ বছরও ১০০০ খণ্ড কুরআন ও ৫০০ জায়নামাজ বিভিন্ন ইসলামী দেশে অভাবগ্রস্ত ও
দরিদ্র মুসলমানদের মধ্যে বিতরণ করার জন্য রায়সুল খাইমাহ দাতব্যলায়ে অনুদান
করা হয়েছে।
পবিত্র রমজান, হজ্ব মৌসুম এবং মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ পরিকল্পনা
গ্রহণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন ইসলামী দেশে অভাবগ্রস্ত ও দরিদ্র
মুসলমানদের মধ্যে বিতরণ করা হয়।
3247222


