
বার্লিনে অনুষ্ঠিত প্রথম বার্ষিকী কুরআন তিলাওয়াত ও আযান প্রতিযোগিতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের "ফাহিম আকবার" এবং "গোলাম সাখ জাফারী" প্রথম স্থানের অধিকারী হয়েছেন।
বার্তা সংস্থা ইকনা: দশম প্রভাত উপলক্ষে ২৮শে জানুয়ারিতে জার্মানে অবস্থিত ইরানের কালচারাল অ্যাটাশের পক্ষ থেকে বার্লিনে কুরআন তিলাওয়াত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
হেফজ, তিলাওয়াত, তারতিল এবং আযান বিভাগে বার্লিনে প্রথম বার্ষিকী কুরআন তিলাওয়াত ও আযান প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় তিলাওয়াত বিভাগে ১০০ মধ্যে ৮৯ নম্বর পেয়ে প্রথম স্থানের অধিকারী হয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্বারি "ফাহিম আকবার" এবং আযান বিভাগে ১০০ মধ্যে ৯৪ নম্বর পেয়ে প্রথম স্থানের অধিকারী হয়েছেন মুয়াজ্জিন "গোলাম সাখ জাফারী"।
প্রতিযোগিতায় ফাহিম আকবারের কুরআন তিলাওয়াত এবং গোলাম সাখ জাফরীর আযান দেয়ার ভিডিওটি দেখার জন্য এখানে ক্লিক করুন।
iqna