বিসর্গ [বিশোর্গো] বি ১ বর্ণবিশেষ। ২ ত্যাগ; বিসর্জন। ৩ সৃষ্টি; জন্ম; উৎপত্তি; উদ্ভব
কবি মতিউর রহমান মল্লিক। একজন বড় মাপের মানুষ, মহৎ কবি। একজন অসামান্য আদর্শবাদী শিল্পী আর গীতিকার। একজন সফল সংগঠক বিভৃতচারি, প্রচারবিমুখ, অভিমানি এই কবির জন্য আবেগের বৃষ্টি ঝরানোর মানুষ অগণন কিন্তু তাঁর রেখে যাোয়া কাজের দায়ভার কাঁধে তুলে নেবার দুঃসাহস রাখেন এমন মানুষের সংখ্যা কয়জন ? হাতে গুনে শেষ করা যাবে সম্ভবত। শুধু আবেগ দিয়ে কাজের কাজ কিছু হয় না। যারা এই মানুষটাকে ভালোবাসেন তাদের এখন পরীক্ষা সেই দায়ভার নেবার, সেই অসমাপ্ত কাজকে এগিয়ে নেবার। তাহলেই সফল হবে ভালোবাসা-প্রেম-অনুরাগ-আবেগ।
|
|||
Rate This |
||
|
"শুধু আবেগ দিয়ে কাজের কাজ কিছু হয় না। "
সেটাই, তবে পরিকল্পিত প্রচেষ্টার সাথে আবেগের মিশেলে অনেক ভালো কিছু হতে পারে।
ওহহো, অনেকদিন আপনার কবিতা দেখিনা যে? বেশি ব্যাস্ত?
বুঝলাম কিছু করা উচিত। কি করা উচিত সে বিষয়ে কিছু লেখা আসা দরকার।