হুযাইফা ইবনুল ইয়ামান রা: থেকে বর্ণিত। রাসুল সা: বলেছেন: অামি অাল্লাহর নামে শপথ করে বলছি যার নিয়ন্ত্রনে অামার জীবন। অবশ্যই তোমরা সৎ কাজের নির্দেশ এবং অসৎ কাজের নিষেধাজ্ঞার ব্যবস্থা করবে। যদি তা না কর তাহলে তোমাদের মধ্যেকার অসৎ, অযোগ্য, অাল্লাহদ্রোহী ও নীচ প্রকৃতির লোকদেরকে তোমাদের শাসক বানিয়ে দেয়া হবে। অত:পর তোমরা সে শাসকের যুলুম থেকে মুক্তিলাভের জন্য অাল্লাহর নিকট দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল হবেনা। (মুসলিম, মুসনাদু অাহমাদ)
অাবু সাইদ অাল খুদরী রা: থেকে বর্ণিত। রাসুল সা: বলেছেন, তোমাদের কেউ যদি কোন যুলম , অন্যায় কিংবা পাপ কাজ হতে দেখে তাহলে সে যেন তা তার হাত দিয়ে বাধা দেয়। যদি তা না পারে তাহলে যেন মুখ দিয়ে বাধা দেয়। যদি সে শক্তিও তার না থাকে তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে। তবে এটা দুর্বল ইমানের লক্ষণ। (মুসলিম, মুসনাদু অাহমাদ, অাবু দাউদ)
আতাউর ভাই। আপনাকে ব্লগিংয়ে দেখে সত্যিই ভালো লাগছে। তবে নির্মাণের জন্য লেখা কিন্তু আলাদা পাঠাবেন।
আর হাঁ, ব্লগিংয়ের জন্য লেখা প্রস্তুত করার সময় না পেলে আপনার পুরোনো লেখাগুলো পর্যায়ক্রমে বিসর্গে পোষ্ট করে দেবেন।
"আ" টা ভেঙ্গে আসছে, আ=g+f
আপনি ইউনিকোডের যে সিস্টেম আমি ইনস্টল করে দিয়েছিলাম, সেটাই ব্যবহার করেন তো, নাকি?
"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com
এই হাদীস দুইটিতে যা বলা হয়েছে , তা বাংলাদেশের সাথে প্রায় পুরোপুরি মিলে যাচ্ছে ।
সালাম
আপনাকে ধন্যবাদ
আপনার হাদীস গুলো পড়ে যেন মানুষের বিবেকের দরজা খুলে।
আল্লাহ যেন তাই করেন।
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
আদর্শিক পোষ্ট। ধন্যবাদ।
আমার প্রিয় একটি ওয়েবসাইট: www.islam.net.bd
ভাল লেগেছে আপনার লেখা। আপনাকে ধন্যবাদ