পিত্তথলির পাথর সাধারণত: মটরের দানার মতো হয়। তবে এটি নির্ভর করে আপনার পাকস্থলিতে কী পদার্থ দিয়ে পাথর তৈরি হচ্ছে তার উপর। পেটের ডানদিকে যকৃতের পেছনে পিত্তথলি থাকে, পিত্তরস তৈরি করা যার কাজ। পাথর জমা হয় এ পিত্তথলিতে। গবেষণায় দেখা গেছে: কোলেস্টেরল, ক্যালসিয়াম এবং বিলিরুবিনের সংমিশ্রণে এই পাথরগুলো তৈরী হয়। এছাড়াও কোনো কোনো এলোপ্যাথিক ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া, খাবারে মিশ্রিত নানা ধরণের ক্ষতিকর রাসায়নিক, প্রক্রিয়াজাত চবিজাতীয় খাবার ইত্যাদিও পিত্তথলিতে পাথর জমা হবার মুল কারন হিসেবে কাজ করে। সুতরাং ঔষধ সেবনে সাবধান হোন। হোটেল রেস্তোরার খাবারকে না বলুন। প্রক্রিয়াজাত খাবারও জরুরী প্রয়োজন ছাড়া খেতে যাবেননা। খাবারের সাথে খোসাসহ শশা রাখুন। এটি দুবল পাথরকে গলিয়ে দেয়। সপ্তাহে দু’এক দিন সিয়াম পালনের অভ্যাস করুন। সিয়ামের মাস সমাগত। এটি আপনার শরীরের জন্যও কল্যাণবহ হোক।