বিসর্গ [বিশোর্গো] বি ১ বর্ণবিশেষ। ২ ত্যাগ; বিসর্জন। ৩ সৃষ্টি; জন্ম; উৎপত্তি; উদ্ভব
যদি এমন হত, জন্ম থেকে মৃত্যুর পরও শুধু তুমি আর আমি, কিন্তু হায়! পারিনি এখনো পরম পাওয়ার তরে অযাচিত মোহ ছেড়ে শুধু তোমারই হতে, শাশ্বত প্রেমের ঘোরে দেহ-মন এক কোরে তোমাতে হারিয়ে যেতে, হায়! পারিনি এখনো তোমার নূরের ছোঁয়ায় আত্মা আলোকিত কোরে সকল সৃষ্টি সেবায় উদার উদ্যোগ নিতে, যেভাবে বলেছ তুমি ঠিক সেপথ ধরে খাঁটি প্রেমিকের মত পূর্ণ অনুগত হতে। অনুতপ্ত হৃদয় মোর সদা অনুতাপ করে ক্ষমা-ভিক্ষা চাই প্রভু পাপ মুক্তির তরে।
|
|||
Rate This |
||
|